রাজবাড়ী ভয়েস ডট কম : কুষ্টিয়ার খোকসায় গাছ চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
খোকসা থানা সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর (২০২৫) বিশেষ ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় গাছ চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ শহিদুল ইসলাম-কে আটক করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল ইসলামের পিতা জামাল উদ্দিন। তিনি কুষ্টিয়া জেলার খোকসা থানার দেবীনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আসামিকে আটক করে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।