দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা, স্বাস্থ্য, ভূমিসেবা, স্থানীয় সরকারসহ সরকারি বিভিন্ন খাতে সংঘটিত দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এসব অর্থ পাচারের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, সংসদ সদস্য ও তাদের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী গোষ্ঠীর সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ক্ষমতার অপব্যবহার, ঋণ জালিয়াতি, ঘুষ ও কমিশনের অংশ বিদেশে স্থানান্তর করে তারা গড়ে তুলেছেন বিলাসবহুল জীবনযাপন ও সম্পদের পাহাড়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর পাচারের সঙ্গে জড়িতদের দেশে-বিদেশি শান্তিতে থাকতে দেওয়া হবে না