মিলন, খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিঙ্গরিয়া গ্রামে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় ঈদগা মাঠে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিবাহিত বনাম অবিবাহিত দলের ফাইনাল খেলা।
ম্যাচের উদ্বোধন করেন খোকসা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খানের সুযোগ্য পুত্র ও যুবদল নেতা আসিফ সালাউদ্দিন শোভন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গরিয়া ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল গফুর পরামানিক।
খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমে যায় স্থানীয় তরুণ-যুবকসহ বয়োজ্যেষ্ঠ গ্রামবাসীদের। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ম্যাচের সার্বিক পরিচালনায় ছিলেন রাজু আহমেদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলা প্রেমিকেরা।
এই প্রীতি ম্যাচকে কেন্দ্র করে গ্রামজুড়ে তৈরি হয় আনন্দ-উচ্ছ্বাসের এক অনন্য মিলনমেলা।