১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

খোকসায় শিক্ষকের ভাড়া বাসায় চুরি, দেড় লাখ টাকার মালামাল লুট

মিলন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় এক মাদরাসা শিক্ষকের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ দেড় লাখ টাকার বেশি মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, খোকসা সরকারি কলেজের পাশে হালিম রেজা বাকুর বাড়ির নিচতলার কটেজে ভাড়া থাকেন দ্যা হলি কুরআন ইনস্টিটিউটের শিক্ষক মো. বিপুল মাহমুদ (৪২)। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে সেখানে বসবাস করেন। তাঁর স্ত্রীও স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন।

গত ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে দম্পতি কর্মস্থলে চলে যান। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টার মধ্যে অজ্ঞাত চোরেরা জানালা দিয়ে প্রবেশ করে অভিনব কায়দায় আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে, স্বর্ণের চেইন (রকেটসহ) ৬ আনা, স্বর্ণের দুল ১ জোড়া,স্বর্ণের রিং ২টি, রূপার নূপুর ২ জোড়া, রূপার বালা ১টি। মোট ক্ষতির পরিমাণ আনুমানিক ১ লাখ ৫৩ হাজার টাকা।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক বিপুল মাহমুদ খোকসা থানায় লিখিত অভিযোগ করেছেন।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন,  অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top