৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

খোকসায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মিলন, কুষ্টিয়া প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে কুষ্টিয়ার খোকসায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এবছর খোকসা উপজেলায় মোট ৫৯টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Scroll to Top