মিলন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় হাজারো দর্শকের উৎসবমুখর উপস্থিতিতে শুরু হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার বিকেলে শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় গোপগ্রাম ইউনিয়ন ২-০ গোলে হারায় শোমসপুর ইউনিয়নকে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের এমপি পদপ্রার্থী, বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্রদল নেতা ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মোঃ মঈন উদ্দিন। মাঠের চারপাশে হাজারো দর্শকের সমাগমে এলাকা পরিণত হয় ক্রীড়াপ্রেমীদের মিলনমেলায়।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মঈন উদ্দিন বলেন, “যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। আমি যদি আগামীতে আপনাদের দোয়ায় ক্ষমতায় আসতে পারি, তবে তরুণদের নিয়ে বহু স্বপ্ন বাস্তবায়ন করব।”
খোকসা-কুমারখালী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট স্থানীয়দের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
								
															






