১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

খোকসায় সুদমুক্ত সমিতি গঠন

মিলন, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে “খোকসা ভ্রাতৃসমাজ সামাজিক ব্যবসা সমিতি” নামে সুদমুক্ত সমিতি গঠন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) খোকসা কার্যালয়ে পরামর্শ সভায় দশ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

খোকসা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সমাজকে সুদমুক্ত করতে এ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুদ থেকে মুক্তির এই প্রয়াস ইহকাল ও পরকাল উভয় ক্ষেত্রেই সুফল বয়ে আনবে।”

খোকসা ভ্রাতৃসমাজ সামাজিক ব্যবসা সমিতির ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাজিব হোসেন শাওন বলেন, “বর্তমানে দেশ সুদের কবলে নিমজ্জিত। সুদকে মহাপাপ ঘোষণা করা হয়েছে। তাই দেশকে সুদমুক্ত করা আমাদের ইমানী দায়িত্ব।” তিনি আরও জানান, খোকসার পাশাপাশি কুষ্টিয়া সদর ও রাজবাড়ীতেও কার্যক্রম চলছে, ধীরে ধীরে সারাদেশেই এ উদ্যোগ বিস্তৃত হবে।

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম এবং সেক্রেটারি পদে দায়িত্ব পেয়েছেন রাজিব হোসেন শাওন। সদস্য হিসেবে রয়েছেন—মোঃ আসাদুজ্জামান, লিমা পারভিন, ইসরাত জাহান, মোঃ লুৎফর রহমান, মোছাঃ শারমিন খাতুন, মোছাঃ আলেয়া খাতুন, মোঃ জাহিদ হাসান ও শামিম রেজা সবুজ।

উল্লেখ্য, ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থা দীর্ঘ তের বছর গবেষণা করে ইসলামিক আর্থিক ব্যবস্থাপনার ভিত্তিতে সুদমুক্ত কার্যক্রম চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় খোকসায় এই সমিতি গঠন করা হলো।

 

Scroll to Top