১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

খোকসায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করলেন শেখ সাদী

মিলন, কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় ধোকড়াকোল কুঠিপাড়া ও গোঁসাইডাঙ্গী এলাকায় প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিয়া গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা কালীন কমান্ডার মো. আলাউদ্দিন খান। এছাড়া খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা শরীফ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাহারুল আলম, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা সালাম লুলু, যুবদল নেতা আসিফ সালাউদ্দিন শোভন ও আসিফ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিডিআর আসলাম হোসেন এবং সঞ্চালনা করেন রেজাউল করিম মাস্টার ও মোতালেব মাস্টার।

নৌকা বাইচ প্রতিযোগিতায় কুষ্টিয়া ও পাবনা জেলার একাধিক দল অংশ নিচ্ছে। এর মধ্যে লালন শাহ, জনতার এক্সপ্রেস, সোনার বাংলা, একতা এক্সপ্রেস, নিউ শাপলা ও আরও কয়েকটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

প্রধান অতিথি শেখ সাদী জানান, প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে দুটি মোটরসাইকেল (১২৫ সিসি ও ১০০ সিসি) এবং একটি ফ্রিজ প্রদান করা হবে।

এ প্রতিযোগিতাকে ঘিরে চার দিনব্যাপী (২৪ থেকে ২৮ সেপ্টেম্বর) গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্থানীয় ব্যবসায়ীরা বসিয়েছেন নানা ধরনের দোকান, যেখানে দর্শনার্থীরা পাচ্ছেন গরম জিলাপি, পাপড়, কসমেটিকসসহ বৈচিত্র্যময় পণ্যের সমাহার।

Scroll to Top