১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

খোকসায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও সভা

পুলক সরকার, (খোকসা) কুষ্টিয়া: শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।

রোববার (০৫’ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন, সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম , ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার পাল, বিলজানি দাখিল মাদ্রাসার সুপারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Scroll to Top