১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

কুমারখালীতে লিফলেট বিতরণ ও এতিমখানায় চাউল প্রদান

রাজবাড়ী ভয়েস ডট কম : বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের ধানের শীষের কান্ডারী, বারবার কারানির্যাতিত সাবেক ছাত্রদল নেতা ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হাফেজ মো. মঈনউদ্দিন এর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলের দিকে শতাধিক মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে তিনি কুমারখালী রেলস্টেশন ও হলবাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট এবং বস্ত্র বিতরণ করেন।

পরে তিনি দারুল উলুম এন.আই. আনসার হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন এবং এতিম শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এ সময় তিনি মানবিক সহায়তা হিসেবে ১৫ বস্তা চাউল বিতরণ করেন।

এ সময় হাফেজ মো. মঈনউদ্দিন সাংবাদিকদের বলেন, “তারেক রহমানের স্বপ্ন একটি নতুন দেশ গড়ার যেখানে মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। আমার স্বপ্ন কুষ্টিয়া-৪ আসনের খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং তাদের পাশে থেকে কাজ করা।”

Scroll to Top