রাজবাড়ী ভয়েস ডট কম: কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও বুদ্ধিবৃত্তিক বিতর্ক প্রতিযোগিতা। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সময়ের বাতিঘর’ এর আয়োজনে শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় খোকসা উপজেলা অডিটরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। যুক্তি ও তর্কের মনোমুগ্ধকর লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় ধোকরাকোল মাধ্যমিক বিদ্যালয়, আর রানার্স আপ হয় সমষপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুস্তাফিজুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সময়ের বাতিঘর এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম, আর সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় সময়ের বাতিঘর এর উদ্যোগে এক মেধাবী ছাত্রীকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও নেতৃত্বের বিকাশে এমন আয়োজন অব্যাহত থাকবে।







