১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

খোকসায় ট্রেন দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু, রেলগেট স্থাপনের দাবি স্থানীয়দের

মিলন (খোকসা), কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ডু রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় সোনাই মোল্লা (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোনাই মোল্লা খোকসা উপজেলার ঝালুকাদহ গ্রামের বাসিন্দা আত্তাপ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাস্থলটি বিলজানি বাজার থেকে ভবানীগঞ্জ বাজারমুখী আঞ্চলিক মহাসড়কের ক্রসিংয়ে অবস্থিত। দীর্ঘদিন ধরে এই রেলক্রসিংটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছে—নেই কোনো রেলগেট, নেই গেটম্যান। এ কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে, তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, এই রেলপথ দিয়ে প্রতিদিনই দ্রুতগতিতে ট্রেন চলাচল করে, অথচ নিরাপত্তার জন্য কোনো গেটম্যান না থাকায় সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দ্রুত ওই স্থানে একটি স্থায়ী রেলগেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের জোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণহানি না ঘটে।

Scroll to Top