২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

কুষ্টিয়া-৪ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত তালিকায় ডা. আবু বক্কর সিদ্দিক

মিলন (খোকসা) কুষ্টিয়া : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে এবি পার্টির দলীয়ভাবে মনোনয়ন চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন কুষ্টিয়া জেলা এবি পার্টির আহ্বায়ক ও সমাজসেবক ডা. মো. আবু বক্কর সিদ্দিক।
তিনি পেশাগত জীবনে একজন চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছেন এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
ডা. আবু বক্কর সিদ্দিকের জন্ম কুষ্টিয়া জেলার ওসমান পুর ইউনিয়নের রায়পুর গ্রামে। পিতা মৃত আরজ আলী শেখ এবং মাতা মরহুমা হালিমা খাতুন। শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (এমএটি) থেকে পাস করে সফলভাবে চিকিৎসা পেশায় যুক্ত হন। বর্তমানে তিনি ইউনানী চিকিৎসক পরিষদের সভাপতি ও কুষ্টিয়া জেলা এবি পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ডা. সিদ্দিক ১৯৯৬ সাল থেকে বিএনপি ও পরবর্তীতে এবি পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। কুষ্টিয়া জেলার বিভিন্ন মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা প্রশংসিত। বিশেষ করে করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা, খাদ্য ও ওষুধ সহায়তা প্রদানে অগ্রণী ভূমিকা রাখেন তিনি।
মনোনয়নপ্রত্যাশী হিসেবে ডা. সিদ্দিক জানান,খোকসা ও কুমারখালীর মানুষের সেবা করাই আমার জীবনের লক্ষ্য। মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই এলাকার উন্নয়নের মাধ্যমে। রাজনীতিকে আমি মানুষের কল্যাণের উপায় হিসেবে দেখি, পেশা নয়।তিনি আরও বলেন,সুশাসন প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন, বেকারত্ব দূরীকরণ এবং শিক্ষার মানোন্নয়ন আমার অগ্রাধিকার। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।দলীয় সূত্রে জানা গেছে, এবি পার্টির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ইতোমধ্যে কুষ্টিয়া-৪ আসনের জন্য ডা. আবু বক্কর সিদ্দিকের নাম চূড়ান্ত করেছে।
স্থানীয় পর্যায়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।
প্রসঙ্গত, ডা. সিদ্দিক দীর্ঘদিন ধরে খোকসা ও কুমারখালী অঞ্চলে চিকিৎসাসেবা, সামাজিক উন্নয়ন, যুব কর্মসংস্থান, এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। তাঁর নির্বাচনী অঙ্গীকার হলো “মানুষের পাশে থেকে উন্নত, সচেতন ও মানবিক সমাজ গঠন।”

Scroll to Top