১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

কুষ্টিয়ার খোকসায় পানিতে ডুবে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মিলন (খোকসা) কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা পৌরসভার ১নং ওয়ার্ডের কাদিরপুর গ্রামে পানিতে ডুবে মোছাঃ সায়মা খাতুন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২১ সেপ্টেম্বর বিকেল প্রায় ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলার এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে অসাবধানতাবশত পড়ে যায় সায়মা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মৃত সায়মা খাতুন খোকসা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলামের একমাত্র কন্যা সন্তান। দুই ছেলের পর পরিবারের একমাত্র মেয়েশিশুকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন তার স্বজনরা। হঠাৎ এই মৃত্যুসংবাদে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয়রা জানান, এলাকায় শিশুদের জন্য নিরাপদ খেলার পরিবেশ না থাকা সত্ত্বেও পুকুরপাড়ে খেলার প্রবণতা বেড়ে যাওয়ায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

Scroll to Top