মিলন (খোকসা) কুষ্টিয়া : পবিত্র জুমার নামাজ শেষে (২৪ অক্টোবর) শুক্রবার কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক নেতা হাফেজ মোঃ মঈন উদ্দিন পরপর চারটি মহৎ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছেন।
তিনি প্রথমে পাশের গ্রাম মহিষা খোলা জামে মসজিদের উন্নয়ন কাজে আর্থিক অনুদান প্রদান করেন। এরপর আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া এক প্রতিবন্ধী পরিবারের জন্য নতুন ঘর নির্মাণে টিন ও খাদ্যসামগ্রী প্রদান করেন। একইদিন আরেকটি মসজিদে খাটিয়া রাখার উপযোগী একটি কক্ষ নির্মাণে অর্থ সহায়তা করেন। পরিশেষে একজন নব মুসলিম অসহায় পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য টিন ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিজ হাতে তুলে দেন।
তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ধারাবাহিক মানবিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে হাফেজ মঈন উদ্দিন সাংবাদিকদের বলেন “এ উদ্যোগ জনকল্যাণের জন্য, মানুষের দোয়াই আমার শক্তি। আপনাদের দোয়া চাই যাতে এই সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যেতে পারি।
স্থানীয়দের মধ্যে প্রশংসার ঝড় উঠেছে এই মানবিক নেতৃত্বকে ঘিরে। এলাকার সচেতন মহল বলছে এ ধরনের কাজ সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে এবং মানবসেবার নতুন দিগন্ত উন্মোচন করবে।
								
															






