মিলন (খোকসা) কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলায় সোনালী ব্যাংক পিএলসির খোকসা শাখার নিয়ন্ত্রনাধীন নতুন CRM (এটিএম) বুথের উদ্বোধন করা হয়েছে।
১৫ ই ডিসেম্বর সোমবার বিকেলে খোকসা শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার (ইনচার্জ), জেনারেল ম্যানেজারের অফিস, ফরিদপুর মো. তানজিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার, প্রিন্সিপাল অফিস, কুষ্টিয়া মোহা. নাজমুল হক। স্বাগত বক্তব্য দেন খোকসা শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (শাখা প্রধান) প্রসাদ বিশ্বাস।
এ সময় খোকসা থানা অফিসার ইনচার্জ মো. মোতালেব হোসেন, ব্যাংক ভবনের মালিক তুহিন কুমার পালসহ সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা সম্প্রসারণে সোনালী ব্যাংক পিএলসি কাজ করে যাচ্ছে। নতুন CRM (এটিএম) বুথ চালু হওয়ায় খোকসা উপজেলার গ্রাহকরা ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।






