২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

খোকসায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মিলন (খোকসা) কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে খোকসা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহান, খোকসা থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন, খোকসা থানা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আরিফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমানসহ আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং চুরি, মাদক, সড়ক দুর্ঘটনা, বাজার মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। জনস্বার্থে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় খোকসাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

Scroll to Top