২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

কুষ্টিয়া–৪ আসনে এবি পার্টির মনোনয়ন দাখিল করলেন ডা. আবু বক্কর সিদ্দিক

মিলন (খোকসা) কুষ্টিয়া : আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৪ আসন (খোকসা–কুমারখালী) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনয়ন পত্র দাখিল করেছেন ডা. আবু বক্কর সিদ্দিক।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল চারটার দিকে খোকসা উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসানের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দেন।

ডা. আবু বক্কর সিদ্দিক বর্তমানে কুষ্টিয়া জেলা শাখা আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা শাখা আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক চৌধুরী মো. মুক্তার হোসেন, খোকসা পৌরসভা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন আলেম এবং খোকসা পৌরসভা শাখার যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

মনোনয়ন দাখিল শেষে ডা. আবু বক্কর সিদ্দিক বলেন, “জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমার বাংলাদেশ পার্টি নির্বাচনে অংশগ্রহণ করছে। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।

দলীয় নেতাকর্মীরা জানান, ডা. আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে খোকসা উপজেলায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তার জনসম্পৃক্ততা ও কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Scroll to Top