২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজবাড়ী ভয়েস: ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের সহযোগিতায় অফিসার্স ক্লাবে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন জেলা কমিটির আয়োজনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস।

বক্তব্যে জেলা প্রশাসক বলেন,  রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ সফলভাবে সম্পন্ন হয়েছে। সাতদিনব্যাপী এ আয়োজনে জেলার মৎস্যচাষীদের সক্রিয় সম্পৃক্ততা ছিল। রাজবাড়ীর মৎস্যচাষীরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন বলেই এ আয়োজন সফল হয়েছে। জেলার প্রাণিসম্পদ, কৃষি ও মৎস্য বিভাগ সমন্বিতভাবে ভালো কাজ করছে।”

আলোচনা সভা শেষে বিভিন্ন স্থান থেকে আসা সংগীতশিল্পী ও মৎস্যচাষীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Scroll to Top