২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

পাংশায় হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন অনুষ্ঠিত

সৈয়দ মেহেদী হাসান, পাংশা: রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশন পাংশা উপজেলা শাখার ৩য় বার্ষিক হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন শেষ হয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে।

সম্মেলনে সভাপতিত্ব করেন হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশনের পাংশা উপজেলা শাখার সভাপতি ডা. স্বপন কুমার মন্ডল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. আব্দুল হাই সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ এবং রাজবাড়ী হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশনের উপদেষ্টা রামমোহন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারী ডা. আমিরুল ইসলাম, ডা. আয়েশা তাহমিনা, এ কে এম ফজলে, রাজবাড়ী সদর উপজেলার সভাপতি ডা. হাবিবুর রহমান, সেক্রেটারী ডা. সেলিম হোসেন, গোয়ালন্দ উপজেলার সেক্রেটারী ডা. মিরাজুল ইসলাম, কালুখালী উপজেলার সভাপতি ডা. রণজিৎ সরকার, বালিয়াকান্দি উপজেলার সভাপতি ডা. আবু জাফর, পাংশা সরকারি কলেজের প্রভাষক ডা. শিব শংকর চক্রবর্তী, ডা. আশিষ বর্ধন প্রমুখ।

এছাড়া পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রায় দেড় শতাধিক হোমিও চিকিৎসক অংশগ্রহণ করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি ডা. স্বপন কুমার মন্ডল বলেন, “হোমিওপ্যাথিক চিকিৎসা এখন আধুনিক গবেষণার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং মানবসেবাকে অগ্রাধিকার দিতে হবে।”

এর আগে সকালে শিল্পকলা একাডেমি থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Scroll to Top