রাজবাড়ী ভয়েস ডট কম : আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা পৌর শহরে যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে পাংশা শিল্প ও বণিক সমিতি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য সদস্যদের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে লাল রঙ দিয়ে যানবাহন চলাচলের দিকনির্দেশনা আঁকা হয়, যাতে ভিড়ের সময় গাড়ি নিয়ন্ত্রণ সহজ হয় এবং পথচারীরাও নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন।
সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার সরদার বলেন, “দুর্গাপূজা উপলক্ষে প্রতিদিন শহরে ভিড় বেড়ে যায়। বিশেষ করে পূজামণ্ডপ, বাজার ও শপিং সেন্টার এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে। এজন্যই আগে থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন জানান, শুধু পূজার সময় নয়, সারাবছরই যেন পৌর শহরে শৃঙ্খলিতভাবে যান চলাচল করতে পারে—সে বিষয়েও সমিতি কাজ করবে। এ কাজে স্থানীয় প্রশাসন, পুলিশসহ বাজারের ব্যবসায়ী, ভ্যানচালক, অটোচালক ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছেন তিনি।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ বণিক সমিতির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, এমন কার্যক্রম অব্যাহত থাকলে পাংশা শহরের যানজটের ভোগান্তি অনেকটাই কমে আসবে।







