২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

রাজবাড়ী পৌর ২ নং ওয়ার্ডের নূরপুর ভাঙা রাস্তা সংস্কার করলেন কাউন্সিলর সম্রাট

রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের নূরপুর এলাকার দীর্ঘদিনের ভাঙা রাস্তা অবশেষে সংস্কার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সাবেক কাউন্সিলর মো: আব্দুল্লাহ আল মামুন সম্রাটের ব্যক্তিগত উদ্যোগে এ সংস্কার কাজ সম্পন্ন হয়।
স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনা করে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন তিনি। এতে এলাকাবাসীর চলাচলে সুবিধা সৃষ্টি হয়েছে এবং ভোগান্তি কমেছে।
কাউন্সিলর সম্রাট জানান, “জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করাই আমার দায়িত্ব। নূরপুর এলাকার এই রাস্তাটি অনেক দিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। সংস্কারের পর এখন সবাই স্বস্তিতে যাতায়াত করতে পারবে।”

এলাকাবাসী জানান, এ উদ্যোগে তারা সন্তুষ্ট এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

Scroll to Top