২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

রাজবাড়ীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ

রাজবাড়ী ভয়েস ডট কম : “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় রাজবাড়ী জেলা সদরসহ জেলার পাঁচটি উপজেলার গার্লস গাইড, বাংলাদেশ স্কাউটের তরুণ ভলান্টিয়ার ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেখা ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস বাবু এবং সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সোহেল শেখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ-উল-হাসান।

আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

Scroll to Top