২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

রাজবাড়ীতে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা ১নং আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে প্রকল্পের ৭নম্বর শেডে আগুন লাগলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ১০টি পরিবারের ঘর ভস্মীভূত হয়।

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, পোড়া শেডের ধ্বংসস্তূপে অনেকে জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছেন। কেউ আহাজারি করছেন, আবার কেউ সর্বস্ব হারিয়ে হতাশায় ডুবে আছেন।

ক্ষতিগ্রস্ত বাসিন্দা ফুলচাঁদ সরদার বলেন, “রাত তিনটার দিকে আগুনের উত্তাপে ঘুম ভেঙে যায়, কিছুই বের করতে পারিনি।”
আরেক বাসিন্দা সাহেদা খাতুন বলেন, “স্বামীর বিদেশ যাওয়ার জন্য কষ্টে জমানো দুই লাখ টাকাসহ সব পুড়ে গেছে।”

খবর পেয়ে বুধবার দুপুরে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া ক্ষতিগ্রস্তদের খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার দেওয়া হয়েছে এবং ত্রাণ সহায়তার জন্য তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

Scroll to Top