রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজে প্রতিষ্ঠাবার্ষিকীর সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এ কলেজের দীর্ঘ ৫৮ বছরের গৌরবোজ্জ্বল শিক্ষাজীবনের ধারাবাহিকতা স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসি’র অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। তিনি তাঁর বক্তব্যে কলেজের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান, মেধা ও সুশৃঙ্খল সমাজ গঠনে আরও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো: ফারুকুজ্জামান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক অধ্যাপক ফকীর নুরুজ্জামান, এবং বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।
আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে সমৃদ্ধ এ সুবর্ণ জয়ন্তী উৎসবে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।






