মিলন (খোকসা), কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার মোড়াগাছা ক্লাব মোড়ে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পাখি ভ্যানচালক ও ভাঙারী ব্যবসায়ীকে পিষ্ট করে। এরপর বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসের আরও তিন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৬ অক্টোবর) বেলা ২টার দিকে ‘ঢাকা মেট্রো–ব ০২–০৫৯৪’ নম্বরের বাসটি কুষ্টিয়া থেকে দৌলতদিয়া যাচ্ছিল। পথে মোড়াগাছা এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পাখি ভ্যানকে চাপা দেয়। পরে বাসটি সড়কের পাশে পড়ে যায়। দুর্ঘটনার পর চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়।
দুর্ঘটনায় পিষ্ট ভ্যানচালক ও ভাঙারি ব্যবসায়ী রুবেল (৩২), বিলাজানি গ্রামের শাহজাহান আলী শেখের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আহত বাসযাত্রী তোফাজ্জেল হোসেন বলেন, “বাসটি কুষ্টিয়া থেকে ছাড়ার পর থেকেই চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। পথে একাধিকবার দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত পাখি ভ্যানকে চাপা দিয়ে গাড়ির গতি বাড়াতে গিয়ে খাদে পড়ে যায়।”
উপসহকারী মেডিকেল অফিসার বিপ্লব কুমার জানান, “দুর্ঘটনায় অন্তত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। শুধু গুরুতর আহত রুবেলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।”
খোকসা হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, “দুর্ঘটনায় কেউ মারা যায়নি। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পলাতক রয়েছে।”







