২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

রাজবাড়ীতে সমপদ এনজিও’র উদ্যোগে গাভী পালনে প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজবাড়ী ভয়েস ডট কম : হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে গাভী পালনের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে রাজবাড়ীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) এনজিও রাজবাড়ী জেলা শহরের ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকার শাপলা কিন্ডার গার্টেনে এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. কুদরত আলী, বেথুলিয়া বিএস কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক (বিজ্ঞান) ও সাংবাদিক এজাজ আহম্মেদ এবং বরাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নার্গিস বেগম।

কর্মশালাটি সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) এনজিও’র নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন সরদার।
প্রশিক্ষণে সুবিধাভোগী ৮টি পরিবারের সদস্যরা (স্বামী-স্ত্রী) অংশগ্রহণ করেন। তাদের গাভী পালন, খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং দুধ উৎপাদন বাড়ানোর কৌশল বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণের প্রস্তুতি সংক্রান্ত দিকনির্দেশনাও প্রদান করা হয়।

Scroll to Top