২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

পাংশায় সিকদার জুয়েলার্সের কারখানায় দুর্ধর্ষ চুরি

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর পাংশায় জুয়েলার্সের কারখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে পাংশা পৌরশহরের স্টেশন রোডের কাজী সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ‘সিকদার জুয়েলার্সের কারখানা’তে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন রাত সাড়ে ১০টার দিকে কারিগররা প্রতিদিনের মতো কাজ শেষ করে কারখানা বন্ধ করে চলে যান। গভীর রাতে সংঘবদ্ধ চোরের একটি দল জানালার গ্রীল কেটে কারখানার ভেতরে প্রবেশ করে। তারা ড্রয়ার ভেঙে প্রায় ৮-১০ ভরি স্বর্ণ এবং ৩০ থেকে ৩৫ ভরি রূপা চুরি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে কারিগররা দোকান খুলে দেখেন, ড্রয়ারগুলো ভাঙা ও কারখানার সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। বিষয়টি সঙ্গে সঙ্গে দোকান মালিক সঞ্জীব সিকদার পাংশা মডেল থানায় জানান।

সঞ্জীব সিকদার বলেন, “কারিগররা কাজ শেষ করে রাত সাড়ে ১০টার দিকে চলে যায়। সকালে এসে দেখি পুরো কারখানা এলোমেলো, ড্রয়ার ভাঙা। প্রায় ৮-১০ ভরি স্বর্ণ ও ৩০-৩৫ ভরি রূপা চুরি হয়েছে।”

একই রাতে শহরের অনুপ দত্ত নিউ মার্কেটের ছাদে অবস্থিত মৌচাক রেস্টুরেন্টেও চুরির ঘটনা ঘটে। রেস্টুরেন্টের মালিক নাজমুল আলম জানান, “রাতে জানালা দিয়ে চোর ভিতরে ঢুকে প্রায় ২ হাজার ২০০ টাকার সিগারেট নিয়ে গেছে।”

সম্প্রতি পাংশা বাজারের তিনটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ী সঞ্জয় কর্মকার বলেন, “প্রায় প্রতিদিন কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। ব্যবসা নিয়ে এখন সবাই ভীত।”

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এবং পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, “সিকদার জুয়েলার্সের কারখানায় চুরির ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। বাজারের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করছি দ্রুতই জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পারব।”

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক বিরাজ করছে।

Scroll to Top