রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে ২০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেল ৫টা ৩০ মিনিটে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন দূর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. জাহিদ হাসান (৩৮), পিতা মো. ইকতিয়ার মণ্ডল, মাতা নার্গিস বেগম, সাং—দেবতলা, ওয়ার্ড নং ০৩, ইউনিয়ন—দিগনগর, থানা—শৈলকুপা, জেলা—ঝিনাইদহ।
জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার নিকট হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখা।






