কামাল হোসেন, রাজবাড়ী : পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায় রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা ও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি কারখানার উৎপাদিত সারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তিনি এই জরিমানা করেন। অভিযানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান এবং পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার খানখাপুর ইউনিয়নের ডিগ্রীচর চাঁদপুর এলাকার বাসিন্দা মো. নুরুল আমিন ‘মেসার্স আমিন এগ্রো ফার্ম লিমিটেড’ ও ‘মেসার্স অর্ণব ফার্টিলাইজার’ নামে দুটি জৈব সার কারখানা পরিচালনা করেন। স্থানীয়দের অভিযোগ, এসব কারখানা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। এ বিষয়ে তারা উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও প্রাণিসম্পদ দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর তদন্ত করে গত ১০ এপ্রিল প্রতিবেদন জমা দেয়, যেখানে দেখা যায় প্রতিষ্ঠানটির পরিবেশগত ছাড়পত্র নবায়ন ছাড়াই উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছে। পরবর্তীতে ৭ জুলাই শুনানি শেষে অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে তিন লাখ টাকা জরিমানা ও কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
তবে মালিকপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করে শর্তসাপেক্ষে উৎপাদনের অনুমতি নেয়। অভিযোগ রয়েছে, তারা নিম্নমানের উপকরণ ব্যবহার ও শর্ত ভঙ্গ করে উৎপাদন অব্যাহত রাখে।
ইউএনও মারিয়া হক বলেন, “শর্ত অনুযায়ী তিন মাস অন্তর কারখানা পরিদর্শনের কথা ছিল। পরিদর্শনে গিয়ে দেখা যায় খোলা জায়গায় সারের স্তুপ রাখা হয়েছে এবং উৎপাদন প্রক্রিয়ায় শর্ত ভঙ্গ করা হয়েছে। এজন্য জরিমানা করা হয়েছে এবং নমুনা সংগ্রহ করে এসআরডিআই ল্যাবে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”







