২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

রাজবাড়ীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

রাজবাড়ী ভয়েস ডট কম : “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) জিওবি খাতের ২০২৫-২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অংশ হিসেবে এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রথম উঠান বৈঠকটি সকাল ১০টায় রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের মো. মালেক মোল্লার বাড়ির উঠানে এবং দ্বিতীয় উঠান বৈঠকটি দুপুর ১২টায় দাদশী ইউনিয়নের পাকুরিয়াকান্দা গ্রামের মো. আবু বকর সিদ্দিকের বাড়ির উঠানে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা তথ্য অফিসার রেখা ইসলাম। তিনি বলেন, “তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গঠনে সকলের অংশগ্রহণ অপরিহার্য।”

বৈঠকে বৈষম্যহীন সমাজ গঠন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, গুজব প্রতিরোধ, বাল্যবিবাহ ও যৌতুকের ভয়াবহতা, ইভটিজিং, মাদকাসক্তি প্রতিরোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার এবং শিশুর জন্ম নিবন্ধনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও উঠান বৈঠকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বিষয়ে উপস্থিতদের অবহিত করা হয় এবং টিকা রেজিস্ট্রেশনসহ যাবতীয় প্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।

উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষ, কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Scroll to Top