পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরদূর্লভদিয়া গ্রামে এক প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মালয়েশিয়া প্রবাসী আজের আলী মণ্ডলের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী পারুল আক্তার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওইদিন সন্ধ্যার পর প্রতিবেশী মৃত আব্দুল কাদেরের স্ত্রী শিউলি আক্তার তার ভাইসহ বাড়িতে ঢুকে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার ঘরে থাকা স্বামীর পাঠানো এক লাখ টাকা ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।
পারুল আক্তার আরও জানান, “হামলায় আমার মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণ শুরু হলে আত্মীয়-স্বজনরা আমাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় আমার শাশুড়ি পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই।”
অভিযুক্ত শিউলি আক্তারকে তার বাড়িতে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনার দিন সকালে আমি ঢাকায় চলে এসেছি। তাহলে সন্ধ্যায় কীভাবে তাকে মারধর করব? আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।”
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”







