এস,কে পাল সমীর (পাংশা) রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় দীর্ঘদিনের মালিকানা ও দখলকৃত দোকান ঘরের পজিশন ফিরে পাওয়ার দাবিতে দুই মার্কেটের ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পাংশা পৌর এলাকার মাহমুদ প্লাজা ও আলম প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করেন মাহমুদ প্লাজা ও আলম প্লাজার দোকান ঘরের পজিশন ব্যবসায়ীবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার সরদার, দোকানের পজিশন মালিক মো. সহিদুর রহমান, নিতাই দত্ত ও মজিবর রহমান বিশ্বাস। এসময় বণিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় ৭০ বছরের মালিকানা ও দখলকৃত দোকান ঘর থেকে জুলুমবাজ, দখলদারিত্ব, মানবশোষণ, নির্যাতন ও মানবতাবিরোধী কার্যকলাপে লিপ্ত সাবেক রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম তার নির্মিত মার্কেটের (মাহমুদ প্লাজা) দোকানের পজিশন জোরপূর্বক দখল করে নিয়েছেন। একইভাবে, ১৭ বছরের মালিকানা ও দখলকৃত দোকান ঘর থেকেও ওই সাবেক মন্ত্রীর ছত্রছায়ায় থাকা সামছুল আলম অন্যায়ভাবে ব্যবসায়ীদের উচ্ছেদ করেছেন বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, বছরের পর বছর ধরে ব্যবসা পরিচালনা করার পর হঠাৎ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোকান দখল ও মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছে। এতে অসংখ্য পরিবার আজ অর্থনৈতিক সংকটে পড়েছে। কেউ কেউ এখন ফুটপাতে বসে ব্যবসা করছেন।
মানববন্ধনে পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, আমরা বণিক ভাইদের ভোটে নির্বাচিত হয়েছি। আমরা বণিক ভাইদের পাশে আছি, থাকবো। মার্কেটের পজিশন তাদের ন্যায্য অধিকার। তাদের অধিকার ফিরে দিতে আমরা প্রয়োজনে এর থেকেও কঠোর অবস্থানে যাব।
অনতিবিলম্বে এসকল ব্যবসায়ীদের দোকান ঘরের পজিশন বুঝে না দেয়া হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অবিলম্বে তাদের বৈধ পজিশন ফিরিয়ে দেওয়া, দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।






