রাজবাড়ী ভয়েস ডট কম : আজ ৪ নভেম্বর জেলা প্রশাসন, রাজবাড়ী ও রাজবাড়ী পৌরসভার যৌথ উদ্যোগে শহীদ খুশি রেলওয়ে মাঠ ও সংলগ্ন এলাকায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বৃহৎ পরিসরে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন ড. মাহমুদুল হক, উপপরিচালক স্থানীয় সরকার, রাজবাড়ী ও প্রশাসক রাজবাড়ী পৌরসভা, শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজবাড়ী; রাজবাড়ী পৌরসভার কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবীবৃন্দ।
পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা মাঠ ও আশপাশের এলাকা পরিষ্কার করেন এবং পরিবেশ সচেতনতা বিষয়ে উপস্থিতদের মাঝে উদ্বুদ্ধমূলক বার্তা প্রচার করেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ আমাদের সুস্থ জীবনের জন্য অপরিহার্য। নিজ বাসা, অফিস ও জনসমাগমস্থল পরিষ্কার রাখলে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। পরিচ্ছন্নতা শুধু দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে।”
উল্লেখ্য, তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে রাজবাড়ীকে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক জেলা হিসেবে গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।








