২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

কালুখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

শহিদুল ইসলাম, কালুখালী : যথাযথ মর্যাদায় রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন শহীদ দিয়ানতের কবরে পুস্পস্তবক অর্পন, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া করেন।

সকাল ১০.৩০ মিনিটে শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক প্রদান করা হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত , কালুখালী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন,শহীদ দিয়ানত আলী কলেজের অধ্যক্ষ আয়ুব আলী খালাসি, মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

Scroll to Top