মিলন (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আলমগীর হোসেন (৫৮)। তিনি গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার পিতা মৃত সেকেন্দার আলী। তিনি গোপগ্রাম ইউনিয়নের গোপগ্রাম গ্রামের বাসিন্দা।
খোকসা থানা সূত্রে জানা যায়, খোকসা থানার মামলা নং ১০, তারিখ ২৪ মে ২০২৫ এর আওতায় তাকে গ্রেফতার করা হয়। মামলায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এর ৪/৫/৬ ধারাসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
খোকসা থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন জানান, ইং ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেষে তাকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন।






