২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

খোকসায় ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

পুলক সরকার ( খোকসা) কুষ্টিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের খোকসা উপজেলার ভোট কেন্দ্র পরিদর্শন শুরু করেছেন, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান।

০৩’ জানুয়ারি শনিবার সকালে তিনি উপজেলার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন।

ভোট কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো: ইমরান খান’সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান এশিয়ান টিভিকে বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ভোট কেন্দ্রগুলো ধারাবাহিকভাবে পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনকালে কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, কক্ষ বিন্যাস, ভোটগ্রহণের পরিবেশ, উপকরণ সংরক্ষণ কক্ষ এবং প্রবেশপথের সুবিধাসমূহ পর্যবেক্ষণ করছি।

পরিদর্শনের উদ্দেশ্য উল্লেখ করে তিনি জানান, সামনে নির্বাচন। যাতে করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়। একই সঙ্গে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এসব বিষয়ে কেন্দ্রভিত্তিক সব ধরনের ব্যবস্থা পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কুষ্টিয়া-৪ নির্বাচনী এলাকা খোকসা-কুমারখালী এই দুই উপজেলা নিয়ে গঠিত। খোকসা উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫০টি স্থায়ী কেন্দ্রে ২৪৩ টি ভোটকক্ষ রয়েছে। ভোটকক্ষে ১ লাখ ২১ হাজার ৭৯০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Scroll to Top