২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

কালুখালীতে আদম ব্যবসায়ীর প্রতারনায় বেকার যুবক দিশেহারা

সাহিদা পারভীন ( রাজবাড়ী) কালুখালী: রাজবাড়ীর কালুখালীতে প্রতারক আদম ব্যবসায়ীর খপ্পরে পরে এক বেকার যুবক দিশেহারা হয়ে পড়েছে। বিদেশ যাওয়ার জন্য সে ১০ লক্ষ টাকা প্রদান করেও কোন প্রকার ভিসা পাচ্ছেন না। মিলছে না টাকা ফেরতের কোন সম্ভাবনা।

 

প্রতারিত ওই যুবকের নাম মোঃ হাবিল শেখ। সে কালুখালী উপজেলার পাইকারা গ্রামের কামাল শেখের পুত্র। সে কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রাম এলাকার আদম ব্যবসায়ীর কায়েম শেখের মাধ্যমে সিঙ্গাপুর যাওয়ার সিদ্ধান্ত নেয়। কায়েম তাকে ১০ লক্ষ টাকায় বিদেশে ভালো চাকুরীর লোভনীয় অফার দেখায়। এজন্য হাবিল কায়েমকে পৃথক ৬ কিস্তিতে ১০ লক্ষ টাকা প্রদান করে। বিনিময়ে সে হাবিলকে একটি ভিসা প্রদান করে। ভিসাটি জাল প্রমানিত হলে হাবিল বুঝতে পারে কায়েম একজন প্রতারক।ফলে হাবিল প্রদানকৃত টাকা ফেরত চায়। কিন্তু টাকা না দিয়ে কায়েম হাবিলকেই হুমকী দিতে থাকে।এ অবস্থায় হাবিল প্রতারক কায়েমের বিরুদ্ধে কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

Scroll to Top