২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

খোকসায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন-রিপন

মিলন (খোকসা) কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় পৌর মেয়র পদপ্রার্থী মোঃ রিপন হোসেনের নিজ অর্থায়নে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে খোকসা পৌরসভার নীমতলা এলাকায় তার নিজ বাড়িতে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মোঃ রিপন হোসেন খোকসা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি জানান, এ পর্যন্ত তিনি প্রায় ৩ হাজার ৫শ’ কম্বল অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছেন।

স্থানীয়দের মতে, তরুণ প্রজন্মের এই নেতা অল্প সময়ের মধ্যেই মানুষের ভালোবাসার জায়গা করে নিয়েছেন। সামাজিক কর্মকাণ্ড, মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে নিয়মিতভাবে অংশ নিয়ে তিনি নিজেকে একজন সমাজসেবী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

এ সময় রিপন হোসেন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চাই।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা তার এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

Scroll to Top