২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

পাংশায় ড্যাব’র উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

এস,কে পাল সমীর, পাংশা : রাজবাড়ীর পাংশায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় পাংশা জর্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), রাজবাড়ী জেলা শাখা’র আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকার কলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল ইসলাম। তিনি ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ নূরুল ইসলাম।

 

দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. হারুন অর-রশীদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (ভিপি রাজা), পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ডা. মো. ইকরামুল ইসলাম সৌরভ এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ডা. মো. নূরনবী ইসলাম নয়ন।

 

এসময় পাংশা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Scroll to Top