৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

দুদকের মামলায় রাজবাড়ীর সাবেক খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামান কারাগারে

রাজবাড়ী ভয়েস ডট কম : ফরিদপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয়ের দায়েরকৃত মামলায় রাজবাড়ীর সাবেক খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামান (৪৬) কে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
রবিবার (৩১ আগস্ট) বিকেলে ফরিদপুর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জিয়া হায়দার তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন— ফরিদপুরের সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক ও রাজবাড়ী সদর উপজেলার সাবেক খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামান (বর্তমানে ঢাকায় কর্মরত) এবং উপ-খাদ্য পরিদর্শক বোয়ালমারীর সানোয়ার হোসেন (বর্তমানে ঢাকায় কর্মরত)। তাদের বিরুদ্ধে সরকারি চাল, ধান ও গম আত্মসাৎ করে ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫০১ টাকার ক্ষতির অভিযোগে মামলা দায়ের করা হয়।

গত ২০২৩ সালের ১১ এপ্রিল ফরিদপুর দুদকের সহকারী পরিচালক সরদার আবুল বাশার বাদী হয়ে মামলাটি করেন। পরবর্তীতে দুদকের উপ-সহকারী পরিচালক ইমরান আকন তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। এতে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় তাদের প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয়।

আসামি তারিকুজ্জামান আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর আসামি সানোয়ার হোসেন এখনো পলাতক রয়েছেন।
রাজবাড়ী সদর উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির সাবেক ডিলার মনোয়ার হোসেন অভিযোগ করেন, চাউল বিতরণে অনিয়ম ও অতিরিক্ত অর্থ দাবি করায় তিনি এর প্রতিবাদ করলে সাবেক খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামান মামলা প্রত্যাহারের হুমকি দেন।

তার অভিযোগ, ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরকার নির্ধারিত মূল্যে চাল বিতরণের সময় প্রতি টন চালের বিপরীতে কর্মকর্তা তারিকুজ্জামান ১০০ টাকা করে ঘুষ নিতেন। ৫০০ কার্ডের বিপরীতে তার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা ঘুষ দাবি করা হয়।

এ বিষয়ে তিনি বলেন, অনিয়মের প্রতিবাদ করলে তারিকুজ্জামান নিজেকে ছাত্রলীগের সাবেক নেতা পরিচয় দিয়ে ডিলারশিপ বাতিল ও ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এমনকি ২০২৪ সালের ২৩ মে তিনি রাজবাড়ী আমলী আদালতে মামলা দায়ের করতে বাধ্য হন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
মনোয়ার হোসেন আরও জানান, তারিকুজ্জামান ও অন্য কর্মকর্তারা বিভিন্ন সময় স্বাক্ষরবিহীন ডিও প্রদান, হুমকি এবং হয়রানির মাধ্যমে তাকে ডিলারশিপ থেকে বঞ্চিত করেন।
সরকারি খাদ্যশস্য আত্মসাৎ ও বিতরণে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামানকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি সানোয়ার হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Scroll to Top