২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে রাজবাড়ীতে পুলিশ সুপারের মতবিনিময় সভা

রাজবাড়ী ভয়েস ডট কম: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে রাজবাড়ী জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্টসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। শুরুতেই পূজা উদযাপনকে ঘিরে মুক্ত আলোচনায় নেতৃবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, রাজবাড়ী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে—প্রাক-পূজা, পূজা চলাকালীন ও পূজা-পরবর্তী সময়। দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজামণ্ডপে যেতে পারেন, সে লক্ষ্যে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি পূজামণ্ডপগুলোতে শতভাগ সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উৎসব পালনের জন্য সবার প্রতি অনুরোধ করেন। পুলিশ সুপার আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, “পূজাকে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক সহিংসতার চেষ্টা হলে কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে, সে যে ধর্ম বা বর্ণের হোক না কেন।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম-সেবা। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Scroll to Top