রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সক্রিয় সদস্য মো. আরাফাত মোল্লা (২৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মাখন রায়ের পাড়া নতুন ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন আরাফাত মোল্লা। মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন ভোর ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত তার মরদেহ নিজ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।
আরাফাতের মৃত্যুতে স্থানীয় জাকের পার্টির নেতাকর্মী, গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সদস্য এবং সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়েছে।
গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন ও কোষাধ্যক্ষ মো. শফিক মন্ডল বলেন,
“আরাফাত নিয়মিত রক্তদাতা হিসেবে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে অবদান রেখেছেন। তার মতো একজন তরুণকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”







