২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

পাংশায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

রাজবাড়ী ভয়েস ডট কম : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পাংশা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম রিংকু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ হোসেন মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনসহ বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রান্তোষ কুমার কুন্ডু ও সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার পাল ও সাধারণ সম্পাদক তমাল তরু পোদ্দার, সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু ও উত্তম কুমার সাহা কার্তিক, আদি মহাশ্মশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর এবং পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি নিখিল কুমার দত্তসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সর্বজনীন উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। বিএনপির নেতারা ধর্মীয় সম্প্রীতির এই মহতী আয়োজন সফল করতে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সহযোগিতার আহ্বান জানান।

Scroll to Top