রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর পাংশায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে পৌর যুবদল।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পৌর যুবদলের আহবায়ক মো. সবুজ সরদার বলেন, এ বছর পাংশা উপজেলায় মোট ৯৮টি পূজা মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে আগত দর্শনার্থীরা যাতে সুন্দর পরিবেশে প্রতিমা দর্শনের সুযোগ পান, সে জন্য যুবদলের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করবেন।
সবুজ সরদার আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় আমরা কাজ করছি। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে যুবদলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
তিনি পূজা উদযাপন পরিষদ, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দেন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করলে পূজা একটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি জানান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. হারুন-অর রশীদের নির্দেশনায় যুবদল এ কার্যক্রম পরিচালনা করছে। সামাজিক সম্প্রীতি রক্ষায় এমন উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. হারুন-অর রশীদের নির্দেশনায় পাংশা উপজেলা ও পৌর বিএনপি ইতোমধ্যে পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছে।
								
															






