২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

দৌলতদিয়ায় পদ্মার এক পাঙাস ৬৩ হাজারে ও দুই ইলিশ সাড়ে ১৭ হাজারে বিক্রি

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল এক পাঙাস ও দুটি বড় আকৃতির ইলিশ মাছ। উন্মুক্ত নিলামে বিক্রি হওয়া এসব মাছ নিয়ে স্থানীয় বাজারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলে রতন হলদারের জালে ধরা পড়ে ২৫ কেজি ওজনের একটি বিরল আকারের পাঙাস। মাছটি দৌলতদিয়ার মোহন মন্ডলের আড়তে ওঠানো হলে দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। নিলামে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৬২ হাজার ৫০০ টাকায় মাছটি ক্রয় করেন। পরে তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৬৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেন।

একইদিন সকালে মিলন হলদারের জালে ধরা পড়ে ৪ কেজি ২০০ গ্রাম ওজনের দুটি ইলিশ। দোলোয়ারের আড়ত থেকে সম্রাট শাজাহান শেখ এগুলো ৩ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার ৯৬০ টাকায় ক্রয় করেন। পরবর্তীতে তিনি মোবাইল ফোনের মাধ্যমে এক প্রবাসী ক্রেতার কাছে ৪ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৭ হাজার ৬৪০ টাকায় বিক্রি করেন।

ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, “আমি সবসময় পদ্মার ছোট-বড় সব মাছ সামান্য লাভে বিক্রি করি। আজকের বিশাল পাঙাসটি ঢাকার এক ব্যবসায়ী কিনেছেন।”

অন্যদিকে সম্রাট শাজাহান শেখ জানান,
“উন্মুক্ত নিলামে কেনা দুটি ইলিশ এক আমেরিকা প্রবাসীর কাছে বিক্রি করেছি। পদ্মার তাজা মাছ অনলাইনের মাধ্যমেও নিয়মিত সরবরাহ করা হয়।”

পদ্মার এ বিরল আকারের পাঙাস ও ইলিশ বিক্রির ঘটনায় দৌলতদিয়া বাজারে চাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

Scroll to Top