রাজবাড়ী ভয়েস ডট কম : আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবার প্রত্যয়ে রাজবাড়ীর পাংশায় উদ্বোধন হলো ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টার। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের বিসমিল্লাহ্ টাওয়ারের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাংশা পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় এবং পাংশা ডায়াগনস্টিক ও ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি মো. বাহারাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা। তিনি আনুষ্ঠানিকভাবে ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা কলেজের সাবেক ভিপি মো. হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সামসুল আলম আকুল, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ,বি,এম ওয়াহিদুজ্জামান ও আহম্মদ আলী বাদশা। স্বাগত বক্তব্য দেন ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মে. নাঈমুর রহমান দুর্জয়।
বক্তারা বলেন, ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টার পাংশাবাসীর জন্য আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করবে। জনগণের কল্যাণে কাজ করলে এটি হবে পাংশার মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল। তারা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রতিষ্ঠানটি সফলভাবে এগিয়ে যাবে।
এসময় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. ফয়জুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, অগ্রণী ব্যাংক রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মো. এনামুল হক সুজনসহ রাজনৈতিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
								
															






