রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীতে সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে “Skills and Innovation Competition 2025” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিকেশন কনসালট্যান্ট (ASSET Project) মোঃ জিল্লুর রহমান।
অনুষ্ঠান চলাকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের চারটি স্টল পরিদর্শন করেন এবং তাদের প্রদর্শিত উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের এ ধরণের ইনোভেশন অব্যাহত রাখার জন্য উৎসাহিত করেন।







