১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

রাজবাড়ীতে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে টিকাদান কর্মসূচি

রাজবাড়ী ভয়েস ডট কম : বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধক টিকাদান কর্মসূচি। রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. উমর ফারুক, ভেটেরিনারি সার্জন মো. শাকিল আহম্মেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অচিন্ত কুমার বিশ্বাসসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, “বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সারা দেশে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হচ্ছে। রাজবাড়ী জেলাতেও প্রতিটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এই টিকা দেওয়া হচ্ছে। হাসপাতালগুলোতে নির্দিষ্ট পরিমাণ টিকা সরবরাহ করা হয়েছে, যা কয়েকদিন বিনামূল্যে প্রদান করা যাবে। পোষা বা গৃহপালিত প্রাণিকে টিকা দেওয়ার জন্য সবাইকে উৎসাহিত করা হচ্ছে।”

তিনি আরও বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ, তাই প্রাণিদের মাধ্যমে এর সংক্রমণ প্রতিরোধে টিকাদান অত্যন্ত জরুরি।

কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ তাদের কুকুর, বিড়ালসহ গৃহপালিত প্রাণি নিয়ে এসে বিনামূল্যে টিকা প্রদান করেন।

Scroll to Top