১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা হাফিজুর

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ জেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির শতবর্ষের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এই উৎসব সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও আশা প্রকাশ করেন, দুর্গাপূজা দেশ ও সমাজে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। পাশাপাশি সকলকে মিলেমিশে সুন্দর সমাজ ও দেশ গড়ে তোলার আহ্বান জানান।

Scroll to Top